নওগাঁ জেলা বিএনপি দ্বিবার্ষিক কাউন্সিলে নবনির্বাচিত সভাপতি মোঃ নান্নুকে ফুলের শুভেচ্ছা
এম এ মান্নান স্টাফ রিপোর্টার নিয়ামতপুর নওগাঁ
নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ কাউন্সিলে জেলার প্রতিটি উপজেলা থেকে আসা নেতাকর্মীদের মিলনমেলায় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। কাউন্সিল শেষে ভোটের মাধ্যমে সভাপতি পদে বিজয়ী হন জেলার সুপরিচিত নেতা মোঃ আবু বক্কর সিদ্দিক নান্নু। তাঁর এই বিজয়কে ঘিরে নেতাকর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।নবনির্বাচিত সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক নান্নুকে অভিনন্দন জানাতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মোঃ মাহমুদুস সালেহীনের পক্ষ থেকে সালেহীন সমর্থকরা নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তারা বলেন, দলের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে নবনির্বাচিত সভাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।সালেহীন সমর্থকরা আরও বলেন, বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নওগাঁ জেলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে, নেতাকর্মীদের উৎসাহিত করতে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে নতুন নেতৃত্বকে এগিয়ে আসতে হবে। তারা নবনির্বাচিত সভাপতির নেতৃত্বে নওগাঁ জেলা বিএনপি আরও সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।নবনির্বাচিত সভাপতি মোঃ নান্নু সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। আমি জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সবাই মিলে কাজ করব।”অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, বিএনপির মূল লক্ষ্য হচ্ছে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। এ লক্ষ্যে সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে একসাথে কাজ করতে হবে।
ফুলেল শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মীরা মনে করেন, নতুন নেতৃত্বের হাত ধরে নওগাঁ জেলা বিএনপি একটি সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে, যা আগামী আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।