টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের নতুন এ্যাডহক কমিটির সদস্যবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।
বুধবার দুপুর ১ টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন “উপজেলা কমান্ড”এর নতুন এ্যাডহক কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউএনও।
সভায় টুঙ্গিপাড়া উপজেলা কমান্ডের নতুন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ইকরাম হোসেনের সভাপতিত্বে যুগ্ন আহবায়ক এম এম ফিরোজ মিয়া, সদস্য সচিব মোল্লা এনামুল হক লুৎফর, সদস্য সিরাজুল হক, এসএম জায়েদ আলী, মুন্সি আবু বক্কর, লিয়াকত আলী, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
মতবিনিময়ে টুঙ্গিপাড়া ইউএনও ফারজানা আক্তার বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের সূর্যসন্তান। তাদের জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। তাই মুক্তিযোদ্ধাদের যেকোন প্রয়োজনে উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে।
এরআগে, গত ১১ আগস্ট মুক্তিযোদ্ধাদের সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা কমান্ডের অ্যাডহক (অস্থায়ী) কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোপালগঞ্জ জেলা ইউনিট কমান্ড। এতে বীর মুক্তিযোদ্ধা ইকরাম হোসেনকে আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোল্লা এনামুল হক লুৎফরকে সদস্য সচিব করে মোট ৭ সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটি গঠন করা হয়।