জলঢাকা য় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সামিনুর ইসলাম
জলঢাকা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জলঢাকা পৌর শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে আনন্দ র্যালী জলঢাকা উপজেলা রোড (মাথা ভাঙ্গা) আদর্শ পাড়া পৌর বিএনপি কার্যালয় থেকে বের হয়ে জলঢাকা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক দুলাল সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম পৌর যুবদলের সদস্য আবু তোরাব আহমেদ রুমন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য আলমগীর হোসেন আলম সহ পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। এসময় পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করে। দেশের ক্লান্তি লগ্নে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছে। আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সারাদেশে যথেষ্ট ভুমিকা পালনের লক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি নির্দেশনা মোতাবেক নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দল শক্তিশালী সংগঠন। তিনি আরও বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দুর্যোগকালীন সময়ে দেশের জনগণের পাশে দাঁড়ানো কথা চিন্তা করে ১৯৮০সালের ১৯শে আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।