কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপির নেতৃত্বে বিএনপি'র ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ
আব্দুল আজিজ ইসলাম, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা ।
কুড়িগ্রাম জেলার চিলমারী রৌমারী ও রাজিবপুর উপজেলা নিয়ে গঠিত মহান জাতীয় সংসদের
২৮, কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য এমপি প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন লিপির নেতৃত্বে তারুণ্যের অহংকার বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে । কুড়িগ্রাম-৪ আসনের প্রয়াত সাবেক এমপি গোলাম হোসেনের কন্যা বিএনপি'র নেত্রী মমতাজ হোসেন লিপি বৃহস্পতিবার দিনব্যাপী রৌমারী ও রাজিবপুর উপজেলার গুরুত্বপূর্ণ হাট বাজার এলাকাগুলোতে সাধারণ মানুষের মাঝে
বিএনপি'র ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ করেন । এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রৌমারী উপজেলা শাখার আহ্বায়ক কামরুজ্জামান বাবু, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রৌমারী উপজেলা শাখার আহ্বায়ক কলিম হোসেন মেম্বার, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রৌমারী উপজেলা শাখার সভাপতি শাহাজাদী পারভীন শিল্পী সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ।