1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
মহাদেবপুরে যৌতুক দাবীতে গৃহবধুকে মারপিট স্বামী-শশুর কারাগারে বন্ধ ঘোষণা রাকসুর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বান্দরবানে ৫ শ্রেণী পরোয়া আদিবাসী কিশোরী কে সংঘবদ্ধ গণ ধর্ষণের ঘটনা ঘটেছে গতকাল মঙ্গলবার  ফৌজিয়া সাফদার সোহেলী হাতিয়ার উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি অঙ্গীকার সিট্রাক বন্ধ করলেও বিআইডব্লিউটিএ কর্মকর্তার উপস্থিতিতে ঝুঁকি দিয়ে চলছে ট্রলার হাতিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানার মোঃ আমিনুল ইসলাম আগের সীমানা বহাল রাখতে যশোর জেলা বিএনপির সংবাদ সম্মেলন বান্দরবানে ইউপি সদস্যের মেম্বার হুসেন এর বিরুদ্ধে সরকারি রিজার্ভ তুমি জবর দখল ও সরকারি বাগানের গাছ অবৈধভাবে কর্তন হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে জুয়ার বোর্ডে সেনাবাহিনীর অভিযানে আলী আমজাদ চেয়ারম্যানের ভাইসহ ৭জন গ্রে,ফতা,র।।

হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে জুয়ার বোর্ডে সেনাবাহিনীর অভিযানে আলী আমজাদ চেয়ারম্যানের ভাইসহ ৭জন গ্রে,ফতা,র।।

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে জুয়ার বোর্ডে সেনাবাহিনীর অভিযানে আলী আমজাদ চেয়ারম্যানের ভাইসহ ৭জন গ্রে,ফতা,র।।

শাব্বীর আহমদ শিবলী
বিশেষ প্রতিবেদক হবিগঞ্জ

সেনাবাহিনীর অপরাধ নির্মূলে চলমান অভিযানে ৩টি উপজেলা থেকে ইয়াবা,মদ,গাঁজা সহ প্রতিটি অভিযানের মধ্যে কোথাও না কোথাও হতে এসব মাদক সহ বড়,বড় শীর্ষ ডিলার ও মাদকের ব্যবসায়ীদেরকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার সহ গ্রেফতার আটক করে আসছেন দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর গোয়েন্দা সূত্রে জানাযায়,এসব অপরাধীদেরকে নির্মূল করার লক্ষ্য নিয়ে ঐ এসব অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা করে তাদেরকে মাদক সহ আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়ে থাকে।

পরে থানা পুলিশ তাদের অপরাধের আইন মোতাবেক মামলা দিয়ে আদালতের মাধ্যমে বিচার ব্যবস্তার জন্য কারাগারে প্রেরণ করে করছেন।

আমাদের এই অপরাধ নির্মূলে অপরাধীদের বিরুদ্ধে বিভিন্ন এলাকার এসব অপরাধীদের বিরুদ্ধে মৌখিক ভাবে অভিযোগ করে আসছেন আমাদের ক্যাম্পে।
এসব অভিযোগের ভিত্তিতে তদন্তকালে এসবের সত্যতা পেয়ে আমাদের অভিযান গুলে পরিচালিত হয়ে থাকে।

এরই অংশ হিসাবে ১৯ আগষ্ট (মঙ্গলবার)মেজর কাজী ফয়সাল আহমেদ
(০৬ বীর)এর নেতৃত্বে একদল সেনা সদস্য বানিয়াচংয়ের বিভিন্ন স্হানে রাতভর অভিযান পরিচালনা করে ৭জন জুয়ারিকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
সূত্রে জানান,বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মীর মহল্লা পূর্বগড়ের এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে এক গাঁজা ব্যবসায়ী ও(গাঁজা) মাদক সেবনকারীদের নিয়ে দীর্ঘদিন ধরে মজমা আকারে ব্যবসা পরিচালনাকারী বাড়িতে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অভিযান পরিচালনা করে ঐ ব্যবসায়ী ইমদাদুল মিয়াকে আটক করা হয়।

কিন্তু ইতিপূর্বে ১কেজি গাঁজা সহ থানা পুলিশের হাতে গ্রেফতার হয়ে দীর্ঘ ৪ মাসের মতো কারাভোগ করে জামিনে বেরিয়ে আসার পর থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে তার বিরুদ্ধে এলাকাবাসীর অহরহ অভিযোগ রয়েছে।
পরে ইমদাদুল এর ঘর তল্লাশি চালিয়ে মাদক(গাঁজা)পাওয়া যায়নি বলেও সেনা গোয়েন্দা সূত্রে জানাযায়।
তারপরও তাকে নিয়ে যাওয়া হয় তাদের গাড়িতে।
ঘন্টা খানেকের মতো তাকে সাথে রেখে এবং সে নিজে এসব সেবন করার কথা স্বীকার করে।
এবং বাকী জীবনে এরকম কোনকিছু করবেনা বলে অঙ্গীকার করলে তাকে প্রথম বারের মতো ক্ষমা করে দেওয়া হয়।

পরে ১নং উত্তর পূর্ব ইউনিয়ন থেকে উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ২নং ওয়ার্ডের যাত্রাপাশা মহল্লার কুখ্যাত মাদক ও জুয়ার বোর্ড পরিচালনাকারী ব্যবসায়ী ও মরহুম ওয়ার্ড ইউপি সদস্য(মেম্বার)ময়না মিয়া হত্যা মামলার প্রধাণ আসামী মন্নান মিয়ার বাড়িতে গত বছরের ৫ আগষ্টের পর থেকে এরকম অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে আসার এলাকাবাসীর এমন বহু অভিযোগের ভিত্তিতে আনুমানিক রাত ৩টার তার বাড়িটি চারদিকে ঘিরে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক শিবপাশা ইউনিয়ন এর চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার এর আপন ছোট্ট ভাই আলী হায়দার তালুকদার সহ একই ঠিকানার ৩ জুয়ারি সহ ৭ জনকে নগদ টাকা, মোটরসাইকেল,
মোবাইল ফোন,খেলারত অবস্থার কার্ড ও বিভিন্ন উপকরণ সহ আটক করা হয়।

আটকৃতদের মধ্যে আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়ন এর পশ্চিম গ্রামের আলম তালুকদার এর পুত্র সাবেক ইউপি চেয়ারম্যান সদ্য ৯মার্ডার মামলা থেকে জামিনে বের হওয়ার পর দিন নিজ বাড়ি থেকে সদ্য সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়া আলী আমজাদ তালুকদার এর আপন ছোট্ট ভাই আলী হায়দার তালুকদার(৭২)
একই ঠিকানার বদর উদ্দিন এর পুত্র আফুজ মিয়া(৫২) ও আব্দুল সফিক মিয়ার পুত্র মুতাব্বির মিয়া(৫০)।
আজমিরীগঞ্জের এই ৩জন ছাড়া বাকি ৪জন হলো বানিয়াচং সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন এর যাত্রাপাশা মহল্লার মৃত সন্জব আলীর পুত্র গ্যানিংগঞ্জ(নতুন বাজার)এর কাপড় ব্যবসায়ী ও চিহ্নিত জুয়ারি সুমন মিয়া(৪৫),একই ঠিকানার আব্দুল আলীর পুত্র নবীউল (৫৩) ও আজগীর আলীর পুত্র মহন মিয়া(৩৫) এবং ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়ন এর মিয়াখানী মহল্লার আশিক মিয়া(৪৫)আটক করা হয়।

এসময় আটকৃতদের একটি মোটরসাইকেল,
নগদ ১১,২৭০টাকা (এগারো হাজার দুইশত সত্তর টাকা)০৬ টি বাটম মোবাইল ফোন,০১ টি স্মাট মোবাইল ফোন ও ১০ প্যাকেট জুয়া খেলার আমেরিকা কার্ড(তাস)সহ বিভিন্ন উপকরণ সামগ্রী উদ্ধার করে জব্দ তালিকায় লিপিবদ্ধ করা হয়।

পরে সেনাবাহিনী তাদেরকে ভোর সাড়ে ৪টার দিকে বানিয়াচং থানার ডিউটি অফিসার এসআই জিয়াউর রহমানের নিকট সোপর্দ করেন।।

সেনাবাহিনীর অভিযানে জুয়ারি আটকের বিষয়টি সকাল হতেই জানাজানি হয়ে পড়লে,তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উঠানোর জোর প্রচেষ্টা চালানোর খবর পাওয়া যায়।

তাদেরকে হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ না করে এখান তাদের সাজা অনুযায়ী জরিমানা দিয়ে ছাড়িয়ে নেওয়ার জন্য একটি চক্র বিভিন্ন স্থানে গিয়ে ব্যর্থ হয়েছেন।

এই বিষয়টি নিশ্চিত হতে দুপুর ১২টা ৪মিনিটের দিকে ডিউটি অফিসার(এসআই)জিয়াউর রহমানের মুঠোফোন (০১৭১৮-৪৬৭৭৫৯)নাম্বারে যোগাযোগ করা হলে তার কোন সাড়া না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয় নাই।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)
গোলাম মোস্তাফার সাথে সরকারি মুঠোফোন(০১৩২০-১১৮৯৩৫)নাম্বারে বেলা ৩টা ৫৬মিনিটে যোগাযোগ করা হলে তিনি জানান,আটককৃত জুয়ারিদেরকে জুয়া আইনে মামলা দিয়ে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

১৯আগষ্ট মঙ্গলবার ২০২৫ইং।
বানিয়াচং হবিগঞ্জ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট