কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামান। প্রধান আলোচক ছিলেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক (টেকনিক্যাল) মো. খন্দকার আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার ফরিদুল ইসলাম।
সেশনে ইউএনও মো. আরিফুজ্জামান কিশোরীদের আবেগ নিয়ন্ত্রণ, স্বপ্ন পূরণে করণীয়, সুন্দরভাবে জীবন পরিচালনা, খেলাধুলার গুরুত্ব, মাদক থেকে দূরে থাকা এবং আত্মনির্ভরশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁর প্রাণবন্ত আলোচনায় কিশোরীরা অনুপ্রাণিত হয় এবং সেশনটি আরও উচ্ছ্বসিত হয়ে ওঠে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ব্র্যাকের SELP প্রোগ্রামকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন।