তার নাম নুরুল আলম ৪২ তার বয়স ১৯ আগস্ট দুপুর ১.৩০ টার দিকে বাঁশখালীর প্রধান সড়কে পুইছড়ি ইউনিয়নের পুটখালি ব্রিজ এলাকায় জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্ট বসিয়ে
অভিযান চালায় পুলিশ অভিযানের নেতৃত্বে দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারঐ অভিযানে আরো নেতৃত্বে দেন সঙ্গিয় ফোর্স সহ এস আই মোঃ জামাল হোসেন।
গ্রেফতারকৃত নুরুল আলম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের রঙ্গী খালী গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভা এলাকায় ৫ নম্বর ওয়ার্ডের আলীর জাহান এলাকায় বসবাস করেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার মোঃ সাইফুল ইসলাম বলেন মাদক যুব সমাজকে ধ্বংস করে দে। তাই মাদক ব্যবসায় জড়িত যেই হোক না কেন সাংবাদিক বা জনসাধারণের কেউ রেহাই পাবে না। তার কাছে আমরা ২৪০০ পিছ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছি। সেই মূলত একজন মাদক ব্যবসায়ী মোটরসাইকেলে সাংবাদিকের স্টিকার লাগিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।