বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা শিগগিরই নোটিশের মাধ্যমে জানানো হবে।
এদিকে, রাকসু নির্বাচন দীর্ঘ ৩৬ বছর পর আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে এ প্রক্রিয়া শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনার জন্ম দেয়। কিন্তু হঠাৎ মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম স্থগিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে যারা প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়েছিলেন এবং রাজনৈতিক সংগঠনগুলো যারা প্রচারণা শুরু করে দিয়েছিল, তারা এখন কার্যত দিকনির্দেশনাহীন অবস্থায় পড়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আজ (২০ আগস্ট) থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার কথা ছিল এবং আগামী ২৪ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারিত ছিল। ভোটগ্রহণের দিন ঠিক করা হয়েছিল ১৫ সেপ্টেম্বর। উল্লেখ্য, গত ২৮ জুলাই তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন ছাত্র সংগঠন নির্বাচনী কার্যক্রম শুরু করে দেয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় এক দশক পর ১৯৬২ সালে রাকসু প্রতিষ্ঠিত হয়। এরপর মোট ১৪টি নির্বাচন হয়েছে। সর্বশেষ ১৯৮৯ সালে রাকসু নির্বাচন হয়েছিল। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে দীর্ঘ ৩৬ বছর পর রাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে