আনারুজ্জামান
প্রধান শিক্ষক এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান।
আশরাফুল ইসলামের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া।
এসময় উপস্থিত ছিলেন জার্নালিজম ফর সুন্দরবন সাতক্ষীরা জেলার উপদেষ্টা কমিটির সদস্য জি এম মুজিবুর রহমান, ইয়ুথ গ্রুপের কর্ণ বিশ্বাস কেডি, মাসুদুর রহমান, দেলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে রচনা, ক্যুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতায় দ্বীপা মন্ডল (৮ম শ্রেণি) ১ম, সুমনা খাতুন (১০ম) ২য় ও মোবাশ্বেরা তাবাচ্ছুম (৯ম) ৩য় স্থান, উপস্থিত বক্তৃতায় রুবাইয়া সুলতানা (৯ম) ১ম, মিম আক্তার (৯ম) ২য় ও সাদিয়া ইসলাম (১০ম) ৩য় স্থান অধিকার করে।
ক্যুইজ প্রতিযোগিতায় মোবাশ্বেরা তামাচ্ছুম (৯ম) ১ম, রুকাইয়া আহমেদ (৯ম) ২য় ও মারুফা সুলতানা এশা (৬ষ্ঠ শ্রেণি) ৩য় স্থান অধিকার করে। দেশাত্ববোধন গানে বন্যা মন্ডল, হাজরা খাতুন ও তুলি বিজয় লাভ করে। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।