বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা মাঠে বৃক্ষরোপণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর আনন্দ র্যালি বের হয়ে টঙ্গীবাড়ী বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাছির উদ্দিন মোল্লা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও মুন্সীগঞ্জ জেলা প্রচার সম্পাদক সুমন হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. ফারুক শেখ, টঙ্গীবাড়ী উপজেলা আহ্বায়ক তানজিল আলম অনিক, সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, যুগ্ম আহ্বায়ক আউয়াল মিঝি, শহিদুল ইসলাম, বাবু বেপারী, রাজিব শেখ, আউয়াল, সোহেল মোল্লা, হানিফ হাসানসহ উপজেলার ১৩টি ইউনিয়নের নেতা-কর্মীরা।
সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম ও তারেক রহমানের দিকনির্দেশনা বাস্তবায়নে সংগঠনের ভুমিকা নিয়ে আলোচনা করেন।