২০ আগষ্ট ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারের ২৬ তম মৃ,,ত্যুবার্ষিকী
মোঃ কবীর হোসেন-ধনবাড়ী উপজেলা (টাঙ্গাইল)প্রতিনিধি
যে এই দুনিয়া থেকে একবার হারায় সে আর ফিরে আসে না। বলতেছিলাম বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান,জাতীয় নেতা ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারের কথা। যিনি আমাদের ধনবাড়ী পৌর সভার রূপকার। ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার বিএনপির সাবেক মহাসচিব ও সরকারের এলজিআরডি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলনরত চারদলীয় ঐক্যজোটের রূপকার ও সফলতার সঙ্গে চারদলীয় লিয়াজো কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ।তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় ও আবদুস সাত্তারের মন্ত্রিসভায় আইন ও বিচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।১৯৭৯ সালের দ্বিতীয় ও ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে জামালপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।সবার মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে, তেমনি ১৯৯৯ সালের ২০ আগস্ট হার্টের বাইপাস সার্জারি করানোর জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন ।তাহার মৃত্যুতে জাতীয়তাবাদী দল বিএনপি হারিয়েছে এক জাতীয় নেতা। আমরা এই মহান নেতার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধাঞ্জলী ও দোয়া। আল্লাহ তায়ালা আপনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বচ্চ মাকাম দান করুন।