সোমবার ( ১৮ আগস্ট) দুপুর ২ টা'র সময় গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার এসআই জীবন বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় অভিযানে চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী চালিয়ে ২০ পিছ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জীবন মিয়া(৪৮) কুমিল্লা জেলার হোমনা উপজেলা সদরে সরকার বাড়ির মৃত চান মিয়া ও খুশু বেগমের ছেলে।
এ ঘটনায় হোমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা রুজু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।