পাবনায় আতাইকুলায় অ,স্ত্র
তৈরির কারখানা, অ,স্ত্র উ,দ্ধা,র, আ,ট,ক -২
আব্দুল্লাহ আল মোমিনের ভিডিওতে বিস্তারিত
সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আতাইকুলা থানা পুলিশ একটা রিভালবারসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এসময় দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো পাবনা সদর থানার নিয়ামতপুর গ্রামের মোস্তফার ছেলে মনির হোসেন (৪০) ও একই থানার খোদাইপুর গ্রামের দিরাজের ছেলে রেজাউল করিম (৪২)।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি)জানান, ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চতরা বিলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। উক্ত ময়েজের নামে একাধিক অস্ত্র মামলা রয়েছে। অস্ত্র তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে এবং আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদেরও আইনের আওতায় আনা হবে।
থানায় মামলার প্রক্রিয়া চলছে।