পঞ্চগড়ের, দেবীগঞ্জে প্রান্তিক কৃষকের কাছে সারের দাম বেশি নেওয়ার অভিযোগে ‘মোজাম্মেল ট্রেডার্স’ নামের একটি সার ও কীটনাশক বিক্রয় প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৯ আগস্ট ২০২৫ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজারে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানের মালিক মোঃ মোজাম্মেল হকের ছেলে মোঃ মাসুমকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
স্থানীয় সূত্রে জানা যায়, সোটাপাড়া এলাকার কৃষক আবুল কালাম ওই প্রতিষ্ঠানের কাছ থেকে ১ বস্তা টিএসপি ও ১ বস্তা ড্যাপ সার ক্রয় করেন। কিন্তু সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় ৮০০ টাকা বেশি মূল্য নেওয়া হয় তার কাছ থেকে। ঘটনাটি জানাজানি হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে এবং সঙ্গে সঙ্গেই বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মো: ইনজামামুল আমীন প্রীমন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুল হাসান।
অভিযান শেষে ইউএনও মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন,
“কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বাজারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ অতিরিক্ত দামে সার বা কীটনাশক বিক্রি করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।”
অভিযানে সেনাবাহিনীর টহলদল ছাড়াও দেবীগঞ্জ থানা পুলিশের সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। এ সময় বাজারে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয় এবং কৃষকরা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানান।
কৃষক মহল আশা প্রকাশ করেছে, নিয়মিত বাজার তদারকির মাধ্যমে ন্যায্যমূল্যে সার ও কীটনাশক পাওয়া সহজ হবে এবং কৃষকরা আর প্রতারণার শিকার হবেন না।