মো: নিরব হোসেন
গতকাল,১৮/০৮/২০২৫ইং সোমবার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া জনতা বাজার মাছ ঘাটে নৌবাহিনীর অভিযান চালিয়ে চালিয়ে এক লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার করেন।যাহার মুল্য চল্লিশ লক্ষ টাকার মতো।এবং কাউকে গ্রেপ্তার করতে পারেনি সবাই পালিয়ে যায়।তারপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বির নির্দেশে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম উপস্থিত মনপুরা নৌবাহিনী, মনপুরা থানার পুলিশ, দক্ষিণ সাকুচিয়া ৬নং ইউপি সদস্য, গ্রাম পুলিশ, রাজনৈতিক বৃন্দ।উপস্থিতি সবার সামনে জনতা বাজারে সুলিজ ঘাটে পুরিয়ে বিনষ্ট করে ফেলে।তাদের অভিযান চলমান থাকবো।