1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

কুতুবদিয়ায় সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের শুভ উদ্বোধন

মহি উদ্দীন
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

মহি উদ্দীন

দ্বীপ উপজেলা কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবস্থিত কৈলাস্যঘোনা প্রাইমারী স্কুলে “সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের” শুভ উদ্বোধনই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) শুভ উদ্বোধনিয় অনুষ্ঠান কৈয়ারবিল ইউনিয়নের কৈলাস্যঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের ডিরেক্টর অফ প্রোগ্রাম মোঃ তরিকুল ইসলাম এর স্বাগত বক্তব্যে মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা, সভাপতিত্ব করেন উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ ফরহাদ মিয়া, কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম কুতুবী, দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ।

ইউনিসেফের অর্থায়নে এবং এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের বাস্তবায়নে কুতুবদিয়া উপজেলায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ৪টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়। এই প্ল্যান্টের মাধ্যমে ভূ-উপরিস্থিত খালের লবণাক্ত পানি ৭ ধাপের অত্যাধুনিক প্রক্রিয়ায় পরিশোধন করে পানযোগ্য বিশুদ্ধ নিরাপদ পানিতে পরিণত করা হয়। প্রতিটি প্ল্যান্ট থেকে ২ ধরণের নিরাপদ পানি নেওয়া যাবে। প্ল্যান্টের আশেপাশে বসবাসকারীরা এটিএম কার্ডের মাধ্যমে নিরাপদ পানি সংগ্রহ করতে পারবে প্ল্যান্টের কাছে অবস্থিত এটিএম বুথ থেকে। জারের মাধ্যমে নিরাপদ পানি নিতে চাইলে পানি পৌছে যাবে হোম ডেলিভারী ভ্যানের মাধ্যমে। সরকার অনুমোদিত অত্যন্ত স্বল্প মূল্যে এই নিরাপদ পানি পাওয়া যাবে। এটিএমের মাধ্যমে নিতে চাইলে মাত্র ১০০ টাকা দিয়ে ক্রয় করা যাবে একটি এটিএম কার্ড, যা দিয়ে প্রায় ৬৫০ লিটার পানি বুথ থেকে নেওয়া যাবে। হোম ডেলিভারী নিতে চাইলে ২৫০ টাকা দিয়ে ক্রয় করা যাবে ২০ লিটার পানিসহ একটি জার, সাথে থাকবে একটি ট্যাপসহ ডিস্পেন্সার। জারের পানি শেষ হয়ে গেলে মাত্র ১২ টাকায় রিফিল করা যাবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারসহ উপস্থিত সকল সরকারি কর্মকর্তাবৃন্দ প্ল্যান্টের পানি পান করেন এবং প্ল্যান্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট