1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন

কলমাকান্দায় আনন্দপুর গ্রামকে মডেল ইউনিয়নে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

মনির হোসেন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার আনন্দপুর গ্রামকে মডেল ইউনিয়নে উন্নীত করার দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে আনন্দপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আশপাশের ২০টি গ্রামের চার শতাধিক মানুষ অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন প্রায় ৪০টি গ্রাম নিয়ে গঠিত। এ ইউনিয়নের মোট জনসংখ্যা ৩০ হাজারের বেশি। ইউনিয়নের মধ্যবর্তী আনন্দপুরসহ কয়েকটি গ্রাম থেকে নাজিরপুর ইউনিয়ন পরিষদে যেতে প্রায় ২০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। এতে বৃদ্ধ, অসুস্থ, গর্ভবতী নারীসহ সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী জানান, নাজিরপুর ইউনিয়নের বেতুয়া, হরিপুর, আনন্দপুর, ফকির চান্দুয়াইল, দিলুরা, গাছতলা, পাঁচকাটা, চন্ডিগড় ইউনিয়নের আলমপুর, নাগেরগাতি, বড়ইউন্দ, নোয়াগাঁও, সিংপুর, মুনসুরপুর, কৈলাটি ইউনিয়নের হাড়িগাতি, আজগড়া, রনসিংপুর, নাউরিপাড়া, বানিয়াপাড়া, চাঁনকোনা এবং বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রাম নিয়ে আনন্দপুরকে নতুন ইউনিয়নে উন্নীত করার দাবি তুলেছেন।

এ দাবিতে এলাকাবাসী ইতিমধ্যেই স্থানীয় সরকার বিভাগে স্মারক জমা দিয়েছেন। মানববন্ধনে বক্তারা বলেন, ‘এটি শুধু একটি দাবি নয়, বরং শত বছরের আক্ষেপ ঘুচানোর আহ্বান। বৃদ্ধ, গর্ভবতী নারী, ছোট শিশু থেকে শুরু করে কৃষক-শ্রমিক—সবার দুর্ভোগ কমাতে আনন্দপুরকে মডেল ইউনিয়নে উন্নীত করা জরুরি। ’

এসময় মানববন্ধনে উপস্থিত সকলেই বলেন, জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান, অবিলম্বে আনন্দপুরকে মডেল ইউনিয়নে উন্নীত করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করার জন্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট