1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ মসজিদ মিশন এর উদ্যোগে ফুলগাজীতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশে আবারও ১/১১ ‘র মতো পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে: সাবেক এমপি হাবিব কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অ,ভি,যানে আওয়ামী ২ নেতা আ,ট ক জমি বিক্রয় করে অস্বীকার করে প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচার। ফেনীত থানায় জিডি করতে গিয়ে হেনস্তার শিকার ব্যবসায়ী পুলিশ সদর দফতরে অ,ভি,যো,গ। খেলা দেখাকে কেন্দ্র করে জামায়াত কর্মীদের উপর বিএনপি কর্মীদের গু,লি বর্ষণ, গু,লি,বিদ্ধ ২ ফেনী সদর লেমুয়া ইউনিয়নের মধ্যম চাঁদপুরে হিন্দু সম্প্রদায়ের মনসা পূজা উপলক্ষে মিলনমেলা অনুষ্ঠিত হয় ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে কানাইঘাট পৌর যুবদলের কর্মীসভা। গাজীপুরে সাংবাদিক তুহিনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে তারুণ্যের উৎসব’ শীর্ষক পরিবেশ ও বন সংরক্ষণ কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড

৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে কানাইঘাট পৌর যুবদলের কর্মীসভা।

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে কানাইঘাট পৌর যুবদলের কর্মীসভা।

মোঃ জামাল উদ্দিন, সিলেট জেলা প্রতিনিধি,,

সিলেট জেলা যুবদলের অধীনস্থ কানাইঘাট পৌর যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে রবিবার (১৭ আগস্ট) বেলা ২টায় কানাইঘাটের একটি কমিউনিটি সেন্টারে কানাইঘাট পৌর যুবদলে উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন তার বক্তব্যে বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কোনো দলীয় দাবি নয়, বরং এটি একটি জাতীয় রূপরেখা। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন, মানবাধিকার ও গণতান্ত্রিক কাঠামো নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি বলেন, বিএনপি’র ৩১ দফা বাংলাদেশে একটি রাজনৈতিক ঘোষণা নয় বরং এটি এক জাতির আকাঙ্ক্ষার ভাষা। যেখানে আছে ন্যায়বিচারের কথা, প্রশাসনের জবাবদিহিতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা, আর মানবাধিকারের প্রতি অঙ্গীকার। বিচার বিভাগ হবে স্বাধীন, নির্বাচন হবে স্বচ্ছ আর রাষ্ট্র হবে সবার জন্য সমান। এ দফাগুলোতে আছে কৃষক, শ্রমিক, সংখ্যালঘু, নারী ও শিশুদের স্বপ্ন-যারা প্রান্তিক হয়েও রাষ্ট্রের প্রাণ। তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পৌর নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, বিএনপির ৩১ দফা কোনো দলীয় মঞ্চে বাঁধা নয়। এটি একটি জাতির সম্ভাবনার মানচিত্র। এটি যদি বাস্তবায়ন হয় তবে এ দেশ আবার জেগে উঠবে-নতুন আলোয়, ন্যায়বোধে আর মানুষের ভালোবাসায় এটিই বিএনপি’র প্রত্যাশা।
কানাইঘাট পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন রাশিদ মামুন এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো. করিম উদ্দীন এর পরিচলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সহ সভাপতি মশিউজ্জামান চৌধুরী শাহিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ সভাপতি সাজ উদ্দীন সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক চৌধুরী শামীম, মোঃ এখলাছুর রহমান মুন্না, মোঃ কামরান হোসেন হেলাল, আব্দুল করিম, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, আবুল হাসিম, জেলা যুবদলের ১ম সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, আতাউর রহমান, সিলেট জেলা যুবদলের কোষাধ্যক্ষ লিটন আহমদ, সিলেট মহানগর যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রোমান আহমদ রাজু, সিলেট জেলা যুবদলের স্বাস্থ বিষয়ক সম্পাদক বদরুল আলম, সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ আফজল, সহ দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম, সহ তথ্য গবেষণা বিষয় জাবেল আহমদ, সাইদুল আলম মাসুম, সিলেট জেলা যুবদলের সিনিয়র সদস্য আব্দুল জলিল প্রমুখ। এছাড়াও কর্মী সভায় কানাইঘাট পৌর যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরো বক্তব্য রাখেন পৌর ও ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দ।বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট