সোনাতলায় মাটির নিচে পুঁতে রাখা দুই চো,রা,ই মোটরসাইকেল উ দ্ধা,র গ্রে,ফ,তার এক
মোঃমহিদুল ইসলাম বগুড়া (সোনাতলা ) প্রতিনিধি:
বগুড়ার সোনাতলা উপজেলায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে সোনাতলা থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি হলেন , বগুড়া জেলা সোনাতলা উপজেলায় সুরুলিয়া চর গ্রামের মৃত নাসির উদ্দিন বেপারী পুত্র নাম তোজাম্মেল হোসেন ব্যাপারী (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১৭ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা থানার এএসআই মো. হোসেন আলী সঙ্গীয় ফোর্স নিয়ে পাকুল্লা খাটিয়ামারি চরে অভিযান চালান। অভিযানের সময় তোজাম্মেল হোসেন পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী বসতবাড়ির রান্নাঘরের মেঝের মাটির নিচ থেকে উদ্ধার করা হয় দুইটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল। উদ্ধারকৃত যানবাহন হলো, একটি লাল রঙের ১০০ সিসি Bajaj CT 100, আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা
একটি কালো রঙের ১৫০ সিসি Suzuki Gixxer SF, আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:মিলাদুননবী বলেন, গ্রেপ্তারকৃত আসামি তোজাম্মেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে এ ঘটনায় তার আরও সহযোগী রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা (নং-২১, তারিখ ১৮ আগস্ট ২০২৫) দায়ের করা হয়েছে।