মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা
স্টাফ রিপোর্টার
ইমরান মাতুব্বরঃ(গোপালগঞ্জ)
গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় হাসপাতাল কনফারেন্স রুমে একটি কো অর্ডিনেশন সভার আয়োজন করা হয়েছে।আপনি আমন্ত্রিত।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন সম্মনিত উপজেলা নির্বহি কর্মকর্তা মহোদয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ দ্বীপ সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ভীষ্মদেব মন্ডল, মুকসুদপুর পৌর নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ও বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর সরকারি সাবের মিয়া জসিমউদদীন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুনিল চন্দ্র মন্ডল প্রমূখ।
১২ অক্টোবর থেকে এক মাস ব্যাপী, ৯ মাস বয়স থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ১৮ কার্য দিবস টাইফয়েড ভ্যাকসিনের টিকা দেওয়া হবে।
এতে প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং ৮ দিন কমিউনিটিতে এ টিকা দেওয়া হবে।
টিকা নেওয়ার পূর্বে সকলকে জন্ম নিবন্ধনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে।
এসময়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন, ইমাম এবং উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।