নীলফামারী জেলা নবগঠিত আহবায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শ্রদ্ধা নিবেদন।
সামিনুর ইসলাম
(জলঢাকা) নীলফামারী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) নীলফামারী জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির উদ্যোগে- স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ।
উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব ও হাবিব উন নবী খান সোহেল- যুগ্ম মহাসচিব -বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটি, উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির অভিভাবক,জননন্দিত জননেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন,সাবেক সদস্য-জাতীয় নির্বাহী কমিটি, সাবেক সাংসদ -নীলফামারী-১, সাবেক সভাপতি -নীলফামারী জেলা বিএনপি,আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং অধ্যাপক আমিনুল ইসলাম । আরো উপস্থিত ছিলেন নীলফামারী জেলা নবগঠিত আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা বিএনপির নবগঠিত সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, সহ নীলফামারী জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।