নিয়ামতপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন
এম এ মান্নান স্টাফ রিপোর্টার নিয়ামতপুর(নওগাঁ)
“জাতির পুষ্টি, দেশের সমৃদ্ধি—মাছ উৎপাদন বাড়াতে হবে” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাছ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। মাছ আমাদের প্রাণিজ আমিষের বড় উৎস এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বক্তারা আরও বলেন, বর্তমান সরকার মাছ চাষে নতুন প্রযুক্তি ও সহায়তা প্রদান করছে। পুকুর, খাল, নদী ও জলাশয়ে আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষ করলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।
এছাড়াও সভায় মৎস্যচাষীদের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। টেকসই চাষাবাদ, রোগ প্রতিরোধে সচেতনতা, খামার ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব মাছ চাষের উপর গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে মাছ উৎপাদনে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মৎস্য সপ্তাহের শপথ পাঠ অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিরা জাতীয় মৎস্য সপ্তাহ পালনে সরকারের উদ্যোগকে সফল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।