খেলা দেখাকে কেন্দ্র করে জামায়াত কর্মীদের উপর বিএনপি কর্মীদের গু,লি বর্ষণ, গু,লি,বিদ্ধ ২
মোঃ নুর উদ্দিন, জেলা প্রতিনিধি
নোয়াখালী।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে গত শুক্রবার জামায়াতের কর্মী রাসেলের সাথে বিএনপির কর্মী মানিকের কথা কাটাকাটি হয়। ঘটনার দিন সন্ধ্যায় যুবদলের কর্মী হাবিব ও ছাত্রদলের কর্মী মহসীনের নেতৃত্বে সন্ত্রাসীরা অস্ত্র মহড়া এবং ককটেল বিস্পোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে । শনিবার রাতে অস্ত্র নিয়ে জামায়াতের কর্মীদের ধরতে তল্লাশী চালায় তারা। রবিবার সন্ধ্যায় বিষয়টি মিটমাটের জন্য স্থানীয় লোকজন মধ্যস্থতায় বসলে যুবদলের কর্মী হাবিব ও ছাত্রদলের কর্মী মহসীনের নেতৃত্বে হাবীব,লেদু,সোহেল,ফয়সাল,আশরাফ,হাসেম,মেরাজ এবং মানিক জামায়াত কর্মীদের উপর হামলা চালায়। এতে জামায়াতের কর্মী সজীব (২০) এবং তুষার (২১) গুলিবিদ্ধ হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, হাবিব তাদের উপর এলোপাতাড়ি গুলি করে। আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে এলাকা থমথমে এবং এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।