অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি "জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন সাটুরিয়া, মানিকগঞ্জ :⊥
জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ।
সারাদেশের ন্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়ও জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের মৎস্য দপ্তর, আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষ, উপজেলা পরিষদ। জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা,মোঃ আনোয়ার হোসেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান। উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। এবং সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন—মৎস্য খাত দেশের অর্থনৈতিক উন্নয়ন, গ্রামীণ কর্মসংস্থান ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে জননিরাপত্তা ও দারিদ্র্য নিরসনে মাছ চাষ একটি সম্ভাবনাময় খাত হিসেবে কাজ করছে।
আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে বিভিন্ন শ্রেণির সফল মৎস্যচাষি, জেলে ও মৎস্য উদ্যোক্তাদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।