৪৬, নওগাঁ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ মোস্তাফিজুর রহমানের জনসংযোগ কর্মসূচি
এম,এ,মান্নান, স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ)
বাংলাদেশের রাজনীতিতে দলীয় কর্মসূচি, জনসংযোগ এবং শোভাযাত্রা সবসময় বিশেষ গুরুত্ব বহন করে। জনগণের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক গড়ে তোলা এবং গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করার অন্যতম উপায় হলো মাঠপর্যায়ে নেতা-কর্মীদের সক্রিয়তা। এরই ধারাবাহিকতায় ৪৬, নওগাঁ-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সম্প্রতি পোরশা উপজেলার মসিদপুর ইউনিয়নের শিশা বাজারে জনসংযোগ ও শোভাযাত্রার আয়োজন করেন।
এই জনসংযোগ কর্মসূচি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। সকাল থেকেই বাজার এলাকায় উৎসুক জনতার ভিড় দেখা যায়। বাজারের দোকানপাট, পথচারী ও সাধারণ মানুষ শোভাযাত্রা দেখতে ভিড় জমায়। মোঃ মোস্তাফিজুর রহমান স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং আসন্ন দিনে এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। শোভাযাত্রা নিয়ে যখন তিনি বাজার প্রদক্ষিণ করেন, তখন নেতা-কর্মীদের উদ্দীপনা ও স্লোগানে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে।
তার সঙ্গে সফরসঙ্গী হিসাবে ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির সুপরিচিত নেতা মোঃ নবিজুল ইসলাম, মোঃ আকতার হোসেন (ভুলু), মোঃ শফিকুল ইসলামসহ আরও অনেকে। এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-নেত্রী ও কর্মী এতে যোগ দেন। তাদের উপস্থিতি প্রমাণ করে, মাঠপর্যায়ে দলীয় ঐক্য সুদৃঢ় রয়েছে।জনসংযোগকালে মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “জনগণের শক্তিই আমার শক্তি। আমি জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। নওগাঁ-১ আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে বাস্তব উন্নয়ন ঘটানোই আমার অঙ্গীকার। জনগণ ধানের শীষকে ভালোবাসে এবং আসন্ন দিনগুলোতে ধানের শীষকেই জয়ী করবে।”
তার এই কর্মসূচি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া জাগিয়েছে। সাধারণ মানুষ মনে করছেন, ধানের শীষের প্রার্থী হিসেবে মোঃ মোস্তাফিজুর রহমান জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তার গতিশীল নেতৃত্ব, ত্যাগ ও কর্মক্ষমতা আগামী নির্বাচনে তাকে আরও এগিয়ে নেবে বলে সবাই বিশ্বাস করেন।
সব মিলিয়ে বলা যায়, পোরশা উপজেলার মসিদপুর ইউনিয়নের শিশা বাজারে অনুষ্ঠিত এ জনসংযোগ কর্মসূচি ছিল বিএনপির রাজনৈতিক সক্রিয়তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই আয়োজন শুধু স্থানীয় জনগণের সমর্থনই অর্জন করেনি, বরং আগামী নির্বাচনে ধানের শীষের জন্য এক শক্ত ভিত গড়ে তুলেছে।