ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠানে পুলিশ সুপার
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি চট্টগ্রাম
সনাতন ধর্মের মানুষ বিশ্বাস করেন, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল।
আজ শনিবার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি।
অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ—এই বিশ্বাস পোষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী হিসেবে উদ্যাপন করা হয়।
ফেনী শহরস্থ শ্রী শ্রী জয়কালী মন্দিরে ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমী সমাবেশ ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত জন্মাঅষ্টমী সমাবেশ ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান।
এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা উপপরিচালক স্থানীয় সরকার জনাব গোলাম মোঃ বাতেন (প্রশাসক ফেনী পৌরসভা) ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান সিদ্দিকী (সদর সার্কেল) সহ জেলার বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।