বীর মুক্তিযোদ্ধা,আরফান মিয়া সরদারকে,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মোঃআবদাল মিয়া, মৌলভীবাজার জেলাপ্রতিনিধি,
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব আলিশারকুল এলাকায় বীর মুক্তিযোদ্ধা আরফান মিয়া সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
রবিবার (১৭ আগষ্ট) উপজেলার পূর্ব আলিশারকুল মরহুম বীর মুক্তিযোদ্ধা আরফান মিয়া সরদার এর বাড়িতে জানাজাপূর্বে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। পরে বীর মুক্তিযোদ্ধার সম্মানার্থে এক মিনিট নীরবতা পালন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ইসলাম হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃআমিনুল ইসলাম সহ মরহুমের আত্মীয়-স্বজন ও এলাকার মুসল্লীরা উপস্থিত ছিলেন।