বাউফলে চেয়ারম্যান পরিবহন গাড়ি খাদে পড়ে ভয়াবহ দু,র্ঘ,ট,না
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ মোঃ রুবেল হোসাইন
পটুয়াখালীর বাউফল উপজেলায় আবসার গ্যারেজ চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। শনিবার রাত ১টা দিকে গলাচিপা-দশমিনা – বাউফল সড়কের এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে কমপক্ষে ৫০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িটি গলাচিপা-দশমিনা থেকে বাউফল – ঢাকা উদ্দেশ্য যাবার পথে । চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশে থাকা একটি খাদে পড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসে এবং আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানায় যে বিভিন্ন সময়ে চেয়ারম্যান পরিবহন দুর্ঘটনার শিকার তারপরও এতে করে তাদের বিরুদ্ধে আইনি না নেওয়া কারনে বিভিন্ন সময়ে দুর্ঘটনায় হচ্ছে ।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় সহায়তা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
আহতদের মধ্যে একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনায় পরিবহনের নিরাপত্তা ও চালকদের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তারা আরও জানান, এ রোডে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে, তবে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না