বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-২০২৫ এর ৩য় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি চট্টগ্রাম
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-২০২৫ এর ৩য় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৩য় দিনে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে ফেনী পুলিশ লাইন্স মাঠে শারীরিক সক্ষমতা যাচাই এর ১ম ইভেন্ট (১৬০০ মিটার দৌড়)
পুরুষ প্রার্থী,(১০০০ মিটার দৌড়) নারী প্রার্থী, ২য় ইভেন্ট পুরুষ প্রার্থী,(ড্যাগিং),১৫০ পাউন্ড/৩০ ফুট পর্যন্ত,নারী প্রার্থী (ড্যাগিং),১১০ পাউন্ড/২০ ফুট পর্যন্ত,৩য় ইভেন্ট পুরুষ প্রার্থী (রোপ ক্লাইমিং) ১২ ফুট,নারী প্রার্থী (রোপ ক্লাইমিং) ০৮ ফুট ৩য় দিনের কার্যক্রম পরীক্ষা সম্পন্ন হয়েছে।
উক্ত নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জানাব মোঃ হাবিবুর রহমান,পুলিশ সুপার, ফেনী ।
উক্ত পরীক্ষায় ফেনী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান , এসময় নিয়োগ বোর্ডের সদস্য জনাব মল্লিক আহসান উদ্দিন সামী (উপ পুলিশ কমিশনার, আইএডি, ডিএমপি, ঢাকা )
জনাব এবিএম নায়হানুল বারী অতিরিক্ত পুলিশ সুপার ( ইন্সপেকশন - ২), পুলিশ হেডকোয়ার্টার, ঢাকা , অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন (প্রসাশন ও অর্থ)
নোয়াখালী জেলা এবং সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মোস্তাইন বিল্লহ ফেরদৌস, সদর দক্ষিণ সার্কেল কুমিল্লা জেলা , জনাব নাহিলা জাহান,মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল,ফেনী এবং ফেনী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।