রবি মিয়া, প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ চত্বরের একাংশে দীর্ঘদিন ধরে নাজুক অবস্থা বিরাজ করছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই সেখানে দেয় জলাবদ্ধতা। এ অবস্থায় কাঁদাপানি মাড়িয়ে উপজেলার বিভিন্ন অফিস ও আদালতে যেতে গিয়ে মানুষজনকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
চারদিকে পানি ও কাদার কারণে এক অফিস থেকে অন্য অফিসে সরাসরি যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কেউ যদি সরাসরি একটি অফিসে যেতে চান, তবে পানি ও ময়লার কারণে অনেকটা পথ ঘুরে যেতে হয়। খানিকটা দূর থেকে দাঁড়িয়ে দেখলে মনে হয়,এ যেন এটি একটি কাদা যুক্ত মাঠ ও ময়নার ভাগার,
উপজেলা পরিষদোর জামে মসজিদের সামনের কিছু অংশ ব্যতীত কোথাও সহজে হাঁটার মতো রাস্তা নেই। মনোরম পরিবেশ বা সৌন্দর্যের কোনো ছোঁয়া নেই উপজেলা প্রাঙ্গণে। যদি ভেতরের অবস্থা এমন হয়। তাহলে উপজেলার বাইরের রাস্তাঘাট, স্কুল-কলেজ, জনপদগুলোর অবস্থা কেমন? এমন প্রশ্ন থেকে যায় সাধারণ মানুষের মধ্যে।
এ বিষয়ে জানতে চাইলে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন,আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি, বরাদ্দ আসলে আমরা কাজ শুরু করব, এগুলো ছোট বাজেটে হবে না, বড় বাজেট আসবে তখন আমরা কাজ শুরু করব,