বদিয়ার মুন্সী প্রতিনিধি (ঢাকা)
১৭ই আগস্ট ২০২৫ রবিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় টানা বৃষ্টির ফলে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নিচু এলাকাগুলোতে পানি জমে রাস্তায় চলাচল প্রায় অচল হয়ে পড়ে। যানজটের পাশাপাশি সাধারণ মানুষকেও পড়তে হয়েছে চরম দুর্ভোগে।
ছোট যানবাহন পানিতে অর্ধেক ডুবে যাচ্ছে, আর ব্যবসা প্রতিষ্ঠানগুলোও এই পরিস্থিতিতে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই জলাবদ্ধতা নগরের অপর্যাপ্ত ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার এক করুণ চিত্র তুলে ধরেছে।
প্রতিবার বৃষ্টির পর ঢাকার এই একই দৃশ্য নতুন নয়। অথচ সমস্যার স্থায়ী সমাধানে নেই কার্যকর কোনো পদক্ষেপ। নগরবাসীর প্রশ্ন—এই দুর্ভোগ কবে শেষ হবে?
নগর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দ্রুত ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে সচেতন নাগরিক সমাজ।