চকরিয়ায় চিংড়ি ঘের দখল-বিরোধে সন্ত্রাসীদের গু,লি,তে নি,হ,ত এক ব্যক্তি
২২ একর ঘের নিয়ে বিরোধ; দুই সন্তানের জনক শেখাব উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা, এলাকায় চরম আতঙ্ক
মোঃ আবদুল্লাহ আল-মামুন (ক্রাইম রিপোর্টার)
কক্সবাজারের চকরিয়া উপজেলায় চিংড়ি ঘের দখল-বিরোধকে কেন্দ্র করে সশস্ত্র হামলায় শেখাব উদ্দিন (৪৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার উপকূলীয় চিংড়ি জোন সওদাগর ঘোনা রাবার ঢেম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শেখাব উদ্দিন রামপুর এলাকার মনজুর আলম ওরফে মঞ্জুর বলি (বাশিওয়ালা মঞ্জুর) এর ছেলে এবং সে দুই সন্তানের জনক ।
ঘটনাস্থলে সশস্ত্র ডাকাত দল
স্থানীয় সূত্র জানায়, উপজেলার সওদাগর ঘোনা এলাকায় ২২ একর চিংড়ি ঘের নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল । শনিবার গভীর রাতে ঘের এলাকায় সশস্ত্র ডাকাত দলের হামলা হয়। এ সময় শেখাব উদ্দিনকে লক্ষ্য করে গুলি চালানো হলে ডাকাত দলের গুলি এসে তার হাঁটুর উপরে লাগে, এতে তিনি গুরুতর আহত হন,সে হাঁটতে না পারলে পরক্ষণে ডাকাত দলের একাংশ তাকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে হত্যা করে । এই ডাকাত দলের গুলিতে আরো দুজন গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় পালিয়ে আসতে বলে জানা গেছে । পরে স্থানীয়রা চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন মিনারের নেতৃত্বে ১টি পুলিশ টিমের সহযোগিতায় লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেন ।
পুলিশের বক্তব্য
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ইয়াসীন মিনার জানান “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘের দখল-বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
পরিবারের দাবি
নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, শেখাব উদ্দিন ঘের তদারকির দায়িত্বে ছিলেন। পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এলাকায় আতঙ্ক
এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ঘের দখল নিয়ে উত্তেজনা থাকলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।