কক্সবাজার বিমানবন্দর থেকে দুইজন মা,দ,ক পাচারকারী গ্রে,ফ,তা,র
শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ উপজেলা প্রতিনিধি:
ক্রিকেট ব্যাটের ভেতরে কৌশলে ইয়াবা পাচারের সময় দুইজন গ্রেফতার হয়েছে কক্সবাজার বিমানবন্দর থেকে। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে স্ক্যানার মেশিনে এসব ইয়াবা ধরা পড়ার পর তাদের গ্রেফতার করার কথা জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ।
রিয়াজ উদ্দিন আহমদ জানান, পাঁচ হাজার একশো পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজন হলেন- মাদারিপুরের জাকির হোসেন (২১) ও বরিশালের তানভীর আহমেদ (২৮)।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা জানান, সকাল ১০ টা ৫০ মিনিটের ইউএস বাংলার একটি ফ্লাইটে তাদের যাত্রা করার কথা ছিলো। কিন্তু চেকিংএর সময় বিমানবন্দরের অত্যাধুনিক স্ক্যানার মেশিনে ক্রিকেট ব্যাটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি শনাক্ত হয়।
এরপরই বিমানবন্দরের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের সদস্যরা ইয়াবা বহনকারীদের গ্রেফতার করে বলেন গোলাম মোর্তজা।
গ্রেফতার দুইজনের বিরুদ্ধে আইননুসারে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ।