আশাশুনি উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক।
আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি।
আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৬ আগস্ট)সকাল ১০টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাও. আজিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য, আইনজীবী আব্দুস সোবহান মুকুল।
উপজেলা সেক্রেটারি মাও. আনওয়ারুল হকের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুর্তাজা, সহ-সেক্রেটারি গ্রাম ডাক্তার রোকনুজ্জামান, শাহ অহিদুজ্জামান শাহীন, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্স, বাইতুলমাল সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, পেশাজীবি বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান সহ সকল ইউনিয়ন শাখার প্রতিনিধি বৃন্দ।