শ্রীমঙ্গলে দুর্ধর্ষ চু,রি,র ঘটনায় ৪ঘণ্টার মধ্যেই অপরাধিকে গ্রে,ফ,তা,রের দাবি পুলিশের
আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চুরির মালামালসহ ঘটনার প্রায় চার ঘণ্টার মধ্যেই একজনকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
পুলিশ ও অভিযুগের সূত্রে জানা যায়,১৫ আগস্ট দিবাগত সন্ধ্যা প্রায় সাড়ে আটটার মধ্যে শ্রীমঙ্গল ইউপির অন্তর্গত পূর্ব রূপসপুর এলাকার মোঃ জসিম মোল্লা (৩৮), পিতা-আবদুর রব মোল্লা, মাতা-জয়নব বানু, সাং-রামপুর, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর; বর্তমানে সাং-পূর্ব রূপসপুর, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার এর বাসা থেকে কে বা কারা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন চুরি করে নিয়া যায়।
উক্ত ঘটনার বিষয়ে জসিম মোল্লা বাদী হইয়া অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করিলে অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এমদাদুল হকের নেতৃত্বে এসআই মোঃ মহিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ একই রাতে অভিযান চালিয়ে রাত প্রায় আড়াইটার দিকে রাসেল আহম্মদ মোস্তফা (৩৭), পিতা-মৃত ফজল মিয়া, সাং-আউট সিগন্যাল, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার; বর্তমানে-পূর্ব রূপসপুর এলাকার খালেক হাজারির বাসার ভাড়াটিয়া, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে তার ভাড়াটিয়া বাসা হইতে গ্রেফতার পূর্বক বাদীর বসত ঘর হইতে চোরাইকৃত নগদ ১,১৩,০০০ টাকা,৩টি মোবাইল ফোন সেট,একটি স্বর্ণের চেইন,একটি স্বর্ণের আংটি, ২টি স্বর্ণের নাকফুল, স্বর্ণালংকারের সর্বমোট মূল্য ১,৩৬,৮৪০/-টাকা,২টি রূপার চেইন, মূল্য ২,৬২৫ টাকা উদ্ধার করে জব্দ করেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান চুরির ঘটনার পরপর থানায় অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালাই এবং বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে চুরির সাথে জড়িত রাসেল আহমেদ মোস্তফা কে চোরাই কি তোমার আমার সোহাগ গ্রেপ্তার করি।গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।