রাজশাহী কাদিরগঞ্জ কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অ,ভি,যা,ন গ্রে,ফ,তা ৩
সাখাওয়াত হাসান (বিজয়)
দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহী কাদিরগঞ্জ কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযান গ্রেফতা ৩
রাজশাহীতে আবারও আলোচনায় এলেন অনিন্দ্য। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সাবেক মেয়রের আপন চাচাতো ভাই এবং শফিউল আলম লাটকুর ছেলে। বর্তমানে তিনি ‘ডক্টর ইংলিশ’ নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন।
উল্লেখ্য, অনিন্দ্য এর আগে জঙ্গি সন্দেহে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায়ও একবার গ্রেপ্তার হয়েছিলেন।
আজকের অভিযানে তার প্রতিষ্ঠান ‘ডক্টরস ইংলিশ’ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে
রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে।
রাজশাহীর ডক্টর ইংলিশ নামক কোচিং সেন্টারে ব্যাপক অস্ত্র আছে এমন সন্ধান পেয়ে অভিযান চালিয়ে সেনাবাহিনী অস্ত্র সহ বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার করেছেন
দেশী বিদেশী অস্ত্র বিস্ফোরক দ্রব্য ও মদের খালি বোতলও পাওয়া গেছে।
এক মাস ধরে গোয়েন্দা নজরদারির পর চালানো এ অভিযানে আটক হন স্থানীয় কোচিং সেন্টার ডক্টর ইংলিশএর মালিক ও ইংরেজি শিক্ষক মোন্তাসেবুল আলম আনিন্দো এছাড়া আরও দুজন রবিন ও ফয়সাল।
অভিযানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।
এর মধ্যে রয়েছে ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলি সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ ৬টি দেশীয় অস্ত্র ৭টি বিদেশি ধারালো ডেগার, ৫টি ওয়াকিটকি সেট একটি সামরিক মানের জিপিএস একটি টিজার গান বিভিন্ন দেশি-বিদেশি কার্টিজ বিপুলসংখ্যক অব্যবহৃত সিম কার্ড বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি ৬টি কম্পিউটার সেট নগদ টাকা ৭ হাজার ৪৪৫ টাকা বিভিন্ন দেশি-বিদেশি মদ ১১টি নাইট্রোজেন কার্টিজ যা বোম্ব ডিসপোজাল ইউনিট কর্তৃক নিষ্ক্রিয় করা হয়েছে
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটককৃত আনিন্দো রাজশাহীর সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের ভাতিজা।এ ঘটনায় গোয়েন্দা সংস্থাগুলো আরও গভীর তদন্ত শুরু করেছে।
বাংলাদেশ সেনাবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।অবৈধ অস্ত্র, বিস্ফোরক বা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।