নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে
১৬দিন যাবত প্রধান শিক্ষক ছু,টি ছাড়াই অনুপস্থিত, স্থানীয় প্রশাসন নিরব
অভিজিত শীল : নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলাম ছুটি ছাড়াই ১৬ দিন যাবত অনুপস্থিত থাকায় ওই স্কুলের শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে। কিন্তু সমস্যার সমাধানে উপজেলা প্রশাসন নিরব রয়েছে বলে সুধী মহলে ক্ষোভ বিরাজ করছে। ওই স্কুলের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলাম গত জুলাই মাসে একটানা প্রয় ১৫দিন নৈমিত্তিক ছুটিতে ছিলেন। এরপর আগস্ট মাসের ১তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত তিনি ছুটি ছাড়াই কাউকে দায়িত্ব না দিয়েই অনুপস্থিত রয়েছেন। ফলে স্কুলের শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দূর্ণীতি ও অনিয়মের অভিযোগে ইতিপূর্বে স্কুলের প্রাক্তন ছাত্র, অভিভাবক ও সুধীমহল মানববন্ধন পালন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন। এমনকি ওই স্কুলের সকল শিক্ষক কর্মবিরতি ও মানববন্ধন পালন করেন। সর্বশেষ ছাত্ররাও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসরণ ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য স্কুলের সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট আবেদন করেছে। কিন্তু সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেননি। এ বিষয়ে উপজেলা মাধ্যমি শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান জানান, স্কুলের সভাপতিই ব্যবস্থা গ্রহন করতে পরেন, আমার কিছু করার নেই। ওই স্কুলের সভাপতি দুরুল হোদা জানান, তিনি চেষ্টা করছেন, শীঘ্রই সমস্যার সমাধান করবেন।
১৬ আগস্ট ২০২৫ইং