চকরিয়ায় ফাঁ,সি,য়াখালী ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন
মোঃ আবদুল্লাহ আল-মামুন (ক্রাইম রিপোর্টার)
কক্সবাজারের চকরিয়া উপজেলার আওতাধীন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল আজ ১৬ই আগস্ট (শনিবার) বিকালে অত্র ইউনিয়নে অবস্থিত দিগর পানখালি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে পুরো ইউনিয়নজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে।
এ সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক ও উক্ত সম্মেলনের সভাপতি আলহাজ্ব কুতুব উদ্দিন (সওঃ)।এতে সম্মেলনের উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীমা আরা সপ্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, এছাড়াও জেলা, উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত থেকে সম্মেলনকে প্রাণবন্ত করে তোলেন।
সম্মেলনে বক্তারা বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি বরাবরের মতো দলীয় আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখে আসছে। স্থানীয় বক্তা বলেন এ সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে নীতি নির্ধারক মন্ডলীরা প্রবীণ, নবীনের পাশাপাশি ত্যাগী,সংগঠক ও কর্মীবান্ধব ব্যক্তিদেরকে মূল্যায়ন করে যথাযোগ্য দায়িত্ব অর্পণ করবেন বলে আশা প্রকাশ করেন। তারা আরো বলেন এভাবে হলে নবনির্বাচিত কমিটি বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে গড়ে তুলবে।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে কাউন্সিল সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি প্রার্থী হয়েছেন যথাক্রমে, আলহাজ্ব কুতুব উদ্দিন, জসীমউদ্দীন আরো কয়েক জন এবং সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে এহেসান,ছৈয়দ আলম, মাস্টার্স সিরাজউদ্দিন সহ আরো অনেকে । নতুন নেতৃত্বকে এলাকাবাসীর অগ্রিম অভিনন্দন জানিয়েছেন এবং তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে এ নেতৃত্বে ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব কুতুব উদ্দিন । দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষনা করেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এনামুল হক । এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আগত কমিটিকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন এবং নেতাকর্মীদের কে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ।