খুলনা তালিমুল কুরআন বোর্ডের আওতায় নূরানী মাদ্রাসাগুলোর দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু
মোংলা উপজেলা প্রতিনিধ মুহা নাইম বিন রফিক
খুলনা: আজ শনিবার (১৬ আগস্ট ২০২৫) খুলনা তালিমুল কুরআন বোর্ডের আওতাধীন সকল নূরানী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষা যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সাথে শুরু হয়েছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী সকাল থেকেই বিভিন্ন মাদ্রাসায় পরীক্ষা গ্রহণ কার্যক্রম শুরু হয়।
মংলা উপজেলার ইকরা নূরানী মাদ্রাসাসহ আশপাশের সকল নূরানী মাদ্রাসায় শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করছে। শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকদের সক্রিয় সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।
পরীক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ, প্রয়োজনীয় উপকরণ এবং শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোর প্রধান শিক্ষকরা জানান, নূরানী শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, বরং শিক্ষার্থীদের চারিত্রিক উৎকর্ষ, নৈতিক শিক্ষা ও ইসলামি আদর্শে গড়ে তোলার অন্যতম হাতিয়ার। এই পরীক্ষা শিক্ষার্থীদের সঠিক মূল্যায়নের মাধ্যমে ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
অভিভাবকেরা জানান, নিয়মিত পড়াশোনার পাশাপাশি এই পরীক্ষার মাধ্যমে শিশুদের মাঝে আত্মবিশ্বাস তৈরি হয় এবং কুরআনিক শিক্ষার প্রতি আরও বেশি মনোযোগী হয়।
খুলনা তালিমুল কুরআন বোর্ডের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্যতা ও দক্ষতা যাচাই করা সম্ভব হবে এবং ভবিষ্যতে মানসম্পন্ন কুরআনিক শিক্ষা নিশ্চিত করতে তা কার্যকর ভূমিকা রাখবে।