সবনাম কাব্য স্টাফ রিপোর্টার:
সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের নবীন মার্কেট এলাকায় আজ শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয় সুইপার জনকল্যাণ সংস্থার বাৎসরিক অনুষ্ঠান।
অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভা ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মনিবুর রহমান চম্পক। তিনি বলেন—
“শহরের পরিচ্ছন্নতা শুধু একটি দলের নয়, এটি আমাদের সবার দায়িত্ব। আমি নির্বাচিত হলে সাভার পৌরসভাকে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। সুইপার জনকল্যাণ সংস্থার কাজ দেখে আমি অনুপ্রাণিত হয়েছি এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যান ফর ম্যান ফোর্স-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ রাজিবুল ইসলাম রাজিব। তিনি বলেন—
“মানুষের জন্য কাজ করাই আমার জীবনের লক্ষ্য। পরিচ্ছন্নতা একটি সভ্য সমাজের প্রথম শর্ত। সুইপার জনকল্যাণ সংস্থার কর্মীরা যে নিবেদিতভাবে শহরের পরিচ্ছন্নতার জন্য কাজ করছেন, তা প্রশংসার যোগ্য। সবাই মিলে সাভারকে একটি ক্লিন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সুলতান শেখ, সমাজসেবা কর্মকর্তা মোঃ শওকত সাগর, মোঃ আনোয়ার হোসেন, হাজী আব্দুল খালেক, মোঃ জাকির হোসেন, মোঃ আব্দুর সামাদ (জনকল্যাণ সংস্থার সভাপতি), রানা মিয়াসহ সংগঠনের সদস্যবৃন্দ।
“পরিষ্কার-পরিচ্ছন্নতা” রক্ষার অঙ্গীকার নিয়ে গঠিত এই সংস্থা দীর্ঘদিন ধরে সাভার ও আশপাশের এলাকায় বিভিন্ন পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করে আসছে। অনুষ্ঠানে বক্তারা শহরকে পরিচ্ছন্ন রাখতে সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাভার উপজেলার সর্বস্তরের জনগণের সহায়তায় “ক্লিন ঢাকা, পরিচ্ছন্ন সাভার” গড়ে তুলতে এই অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।