লোহাগাড়ায় হাফেজ খানার পুকুরে ডুবে শিশুর মৃ,ত্যু
মুহাম্মদ নুরুল আমিন। লোহাগাডা চট্টগ্রাম
১৫/০৮/২০২৫ তারিখ রোজ জুমা বার সকাল ১১ ঘটিকার সময় হাফেজ খানার পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বাড়ি লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রশিদের ঘোনা গ্রামের মিয়াজী পাড়া
নিবাসী ওসমান গনির পুত্র মুহাম্মাদ ওয়াফি।
ওয়াফি একই হাফেজ খানার ছাত্র।
তার বয়স আনুমানিক ১০ বছর।অত্র হাফিজ খানার সুপার মাওলানা হাফেজ খলিলুর রহমানের কাছে জানতে চাইলে কিভাবে তার মৃত্যু হয়েছেন জবাবে তিনি প্রভাতী বাংলাদেশকে বলেন সকাল ১১:০০ টার দিকে পুকুরে স্নান করতে যায়ওয়াফি। তারপরে আর ফিরে আসেনি। তার সাথে আর কেউ ছিল কিনা জানতে চাইলে তার উত্তরা বলেন তার সঠিক জানা নেই।
এবং আশপাশের কারো জানা ছিল না ওয়াফি পুকুরে ডুবেছে। দুপুর ১২.৩০ দিকে একটি লোক
স্নান করার জন্য ওই পুকুরে নামিলে ওয়াফি র
দেহ তার পায়ে লাগে ঐ ব্যক্তি ভয় না করে
হাতে ধরে উপরে তুলে দেখা যায় ওয়াফির
মর দেখো ।অতপর তাকে দ্রুত লোহাগাডা আমিরাবাদ একটি প্রাইভেট ক্লিনিকে নেওয়া হলে ডাঃ তাকে মৃত ঘোষণা করেন। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।