1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
লোহাগাড়ায় হাফেজ খানার পুকুরে ডুবে শিশুর মৃ,ত্যু  একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার রাজশাহীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন আজ: গণতন্ত্রের জন্য নিরলস সংগ্রামের প্রতীক বন্ধুরা মিলে পদ্মা সেতু ভ্রমণ ও আনন্দ সফর চকরিয়া পিসফুল ইউনাইটেড ক্লাবের বৃক্ষরোপ ও চারা বিতরণ। ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়ন বিএনপির সদস্যপদ নবায়ন ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তিকারী পাপন চন্দর ফাঁ,সি,র দাবিতে ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার প্রতিবাদ,  ১৪ আগস্ট ২০২৫, মানিকগঞ্জ: আরাফাত রহমান কোকো স্মৃতি গোলকাপ ফুটবল টুর্নামেন্টের  খেলা অনুষ্ঠিত।  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত। আন্তর্জাতিক যুব দিবসে প্রধান অতিথি মোঃ আফতাব উদ্দিন মোল্লা।

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত।

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত।

হুমায়ুন কবির/ময়মনসিংহ জেলা প্রতিনিধি।

ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ জুলাই/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা (১৪ আগস্ট) বৃহস্পতিবার সকাল ০৯:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব কাজী আখতার উল আলম মহোদয়ের সভাপতিত্বে কল্যাণ সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং কল্যাণ সভায় জুলাই/২০২৫ মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্তরা হলেন-

১। শ্রেষ্ঠ সার্কেল অফিসার: জনাব সাগর সরকার, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল), ময়মনসিংহ।

২। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: জনাব মোঃ হুমায়ুন কবির, অফিসার ইনচার্জ, ভালুকা মডেল থানা, ময়মনসিংহ।

৩। শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার: এসআই(নিরস্ত্র)/ মোঃ মোশারফ হোসেন, ভালুকা মডেল থানা, ময়মনসিংহ।

৪। শ্রেষ্ঠ এএসআই ও ওয়ারেন্ট তামিলকারী অফিসার: এএসআই (নিরস্ত্র)/ ঝুটন চন্দ্র সরকার, নান্দাইল মডেল থানা, ময়মনসিংহ।

৫। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার: এসআই(নিরস্ত্র)/ মোঃ রফিকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ।

৬। সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার: টিএসআই/ মোঃ নুরুজ্জামান, সদর ট্রাফিক জোন, ময়মনসিংহ।

কল্যাণ সভায় জেলার সকল পুলিশ সদস্যদের কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সম্মানিত পুলিশ সুপার মহোদয় ফোর্সের কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান সহ সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান। উক্ত কল্যাণ সভায় জেলা পুলিশ ময়মনসিংহ এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কল্যাণ সভা শেষে বেলা ১১:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব কাজী আখতার উল আলম মহোদয়ের সভাপতিত্বে অপরাধ পর্যালোচনা সভায় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। এছাড়াও জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ, ময়মনসিংহ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট