আদিলুর রহমান আদিল
ময়মনসিংহের ভালুকায় তালগাছের মরাডাল কাটতে গিয়ে দিনমজুর ফিরোজ মিয়া(৫৫)নামে একব্যক্তির গাছের উপরেই মারাযান। ঘটনাটি ঘটেছে বৃহস্প্রতিবার (১৪আগস্ট) দুপুরে উপজেলার কাচিনা গ্রামে। নিহত ফিরোজ উপজেলার পাড়াগাঁও গ্রামের মৃত গুঞ্জন আলী সরকারের ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তাল গাছের উপর থেকে মৃত দেহটি উদ্ধার করেন।
থানা পুলিশ সূত্রে জানাযায়, ঘটনার দিন সকালে কাচিনা গ্রামের বাসিন্দা মৃত আফতাব উদ্দিনের ছেলে জায়নাল আবেদীন ওরফে বুলবুল তার পুকুর পাড়ের তাল গাছের ডাল পরিষ্কার করার জন্য দৈনিক চুক্তিতে ফিরোজ মিয়াকে কাজে লাগান। বেলা সাড়ে ১২টার সময় ফিরোজ মিয়া তালগাছে উঠে গাছের সাথে রশি দিয়ে নিজেকে বেধে ডাল কাটা শুরু করেন। হঠাৎ করে তাল গাছের কাটা ডাল ফিরোজের মাথায় পড়ে তিনি গুরুতর আহত হয়ে গাছের উপরেই ঝুলতে থাকেন। দুপুর ২টার দিকে ভালুকা ফায়ার সার্ভিসের একটি উদ্ধার কারী দল খবর পেয়ে তাল গাছ থেকে মৃত অবস্থায় ফিরোজ মিয়ার লাশ উদ্ধার করেন। পরে ভালুকা মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ মৃতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ভালুকা মডেল থানা এসআই ওয়াসিম জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে রয়েছে এবং তার মাজার হাড় ভেঙ্গে গেছে। ধারণা করা হচ্ছে তাল গাছের ডাল পড়ে তিনি মারা যেতে পারেন। নিহতের পরিবারের লোকজন বিনা ময়না তদন্তে লাশ নিয়ে যেতে চাচ্ছেন।