বন্ধুরা মিলে পদ্মা সেতু ভ্রমণ ও আনন্দ সফর
রিপন সরকার
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা রূপসদী গ্রামের, রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র ছাত্ররা মিলে আজকে পদ্মা সেতু ভাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়।
ছোটবেলার সেই শৈশব মুহূর্তে ফিরে যাওয়া, একটুখানি আনন্দ মুহূর্ত উদযাপন করা, এ যেন প্রাণের উচ্ছ্বাস বন্ধুত্বের বন্ধুত্ব অটুট রাখার নির্যাস। বন্ধুরা মিলে একাকীত্ব সময় কাটানো। সেই শৈশবে ফিরে যাওয়া। এক সাথে বসে খাবার ভাগ করে খাওয়া,বিভিন্ন খেলা দুলায় মিলে মিসে করা ঐ রোমান্টিক মুহূর্ত মনে রেখে আজকে সেই পুরানো দিনে এক মুহূর্তের জন্য ফিরে যাওয়া ছিল আজকের ভ্রমণের মূল লক্ষ্য।
বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর তম স্থান পদ্মা সেতুর ভাঙ্গার উপলক্ষে রোয়ানা। তর তাজা ইলিশ দিয়ে ভাত খাওয়া, বিভিন্ন আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে সারাদিন কাটানোই ছিল বন্ধুদের মূল উদ্দেশ্য ।
প্রাক্তন বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন, বিল্লাল মাষ্টার, মো: সালে মুসা (ভূমি -নায়েব),আব্দুর রহমান মাষ্টার, পল্লী চিকিৎসক ও সাংবাদিক রিপন সরকার, বিল্লাল হোসেন প্রবাসী, আলাল হোসেন প্রবাসী, মোবারক হোসেন (মিস্টার) , শাহাবুদ্দিন আহমেদ, প্রদীপ দাস,মো: মোকবুল হোসেন, মো: আলমগীর হোসেন,প্রমুখ। রূপসদী থেকে মাইক্রো যুগে রওনা হয়ে পদ্মা সেতু পদ্মা, ভাঙ্গার উদ্দেশ্যে রওয়ানা। বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন ছিল বন্ধুদের এক স্মৃতিময় দিন। সকল বন্ধুরা একসাথে হয়ে আবারো পূরোনো দিনের স্মৃতি মনে করা । অনেকে বলেন, আমরা চেষ্টা করব আবারো, আমাদের সকল বন্ধুদের কে এক সাথে নিয়ে, আবার একটি স্মৃতি ময় অনুষ্ঠান করা আমাদের ইচ্ছা। ঔ খানে আমাদের ছেলে এবং মেয়ে বন্ধুরাও থাকবে, সকলে মিলে মিশে উপস্থিত হয়ে সুন্দর একটি অনুষ্টান উপহার দেওয়া আমাদের মূল উদ্দেশ্য।
অনেক বন্ধুরা বলেন, ঘুরাফেরা মন কে আনন্দ দেয়, মন ফ্রেশ থাকে, রিফ্রেশমেন্ট হওয়ার জন্য মাঝে মাঝে ঘুরতে যাওয়া উচিত,স্কুল বন্ধুদের সাথে। ভ্রমণ যেন মনকে সতেজ রাখে,আনন্দ দেয় কাজের গতি বাড়িয়ে দে, জীবনকে সুন্দরভাবে সাজাতে হলে অবশ্যই বন্ধুদের সাথে আড্ডা, যোগাযোগ ভালো সম্পর্ক রাখা উচিত। সে প্রত্যয়ে রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন অনেক ছাত্ররা মিলে আজকের এ ভ্রমণ।