পত্নীতলায় খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উদযাপন
মোঃ সাজেদুর রহমান,
স্টাফ রিপোর্টার পত্নীতলা (নওগাঁ)
১৫ আগষ্ট শুক্রবার বিকেল ৪ টায় পত্নীতলা উপজেলার নজিপুর সরদারপাড়া দলীয় কার্যালয় পত্নীতলা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম ও আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্ম বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সাবেক এমপি ৪৭ নওগাঁ ২ শামসুজ্জোহা খান জোহা, প্রধান আলোচক নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন,পত্নীতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক বাইজিদ রায়হান শাহীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রমজান আলী সরদার, পৌর সাংগঠনিক সম্পাদ এ জেড মিজান, ও আব্দুল্লাহ আল মাসুম, পত্নীতলা উপজেলা মহিলা দলের সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান মরিম বেগম সেফা,পত্নীতলা উপজেলা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম সাহেব, নজিপুর পৌর যুব দলের আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ন আহবায়ক বিপ্লব হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।