নিয়ামতপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল
এম এ মান্নান, স্টাফ রিপোর্টার, নিয়ামতপুর(নওগাঁ)
নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় এবং শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। এ উপলক্ষে নিয়ামতপুর উপজেলা বিএনপির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে এলাকার নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এবং জনপ্রিয় নেতা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের দীর্ঘ সংগ্রাম, দেশের জন্য তাঁর আত্মত্যাগ এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবিচল ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, “দেশনেত্রী শুধু বিএনপির নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। তাঁর সাহস ও দৃঢ়তা আমাদের জন্য প্রেরণার উৎস।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছাহাক আলী সরকার, যিনি তাঁর বক্তব্যে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, “আমরা বিশ্বাস করি, একদিন দেশনেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং এই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আবারও নেতৃত্ব দেবেন।”এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন কাজী, যিনি বলেন, “আমাদের নেত্রীর জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ সামনে আমাদের বড় সংগ্রাম ও চ্যালেঞ্জ অপেক্ষা করছে।”মিলাদ ও দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। পরে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যও দোয়া করা হয়।অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা জানান, এই আয়োজন শুধু জন্মদিন উদযাপন নয়—এটি নেত্রীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত থাকার এক দৃঢ় অঙ্গীকার। মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়।নিয়ামতপুরের এই আয়োজন প্রমাণ করে, দেশের রাজপথে কিংবা কারাগারে থাকুক না কেন, বেগম খালেদা জিয়া এখনো জনগণের হৃদয়ে এক অম্লান নাম এবং অদম্য প্রেরণার উৎস। তাঁর জন্মদিনকে কেন্দ্র করে এভাবে ঐক্যবদ্ধ হওয়া বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ভবিষ্যতের আন্দোলনে আরও শক্তি ও সাহস যোগাবে।