চকরিয়া পিসফুল ইউনাইটেড ক্লাবের বৃক্ষরোপ ও চারা বিতরণ।
মোহাম্মদ নজরুল ইসলাম খোকন (এম.এ)
প্রতিনিধিঃ চকরিয়া উপজেলা।
চকরিয়া পিসফুল ইউনাইটেড ক্লাব এর বৃক্ষ রোপন কর্মসূচী-২৫ শুভ উদ্বোধন করা হয়েছে।
গাছঁ লাগান, পরিবেশ বাঁচান, এই স্লোগান কে সামনে রেখে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় আমাদের এই বৃক্ষ রোপন প্রোগ্রাম অনুষ্ঠিত মাস ব্যাপী।
আজ সকালে চকরিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে, হালকাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কাজির পাড়া সরকারি বিদ্যালয়। আল-আমিনপাড়া,আল- আমিন নুরানি মাদ্রাসা। চকরিয়া ইমাম হোসাইন(রাঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসার
প্রাঙ্গনে চারা রোপন ও ছাত্র ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুপার, সভাপতি, শিক্ষক ও সহকারী শিক্ষক,এলাকার জনসাধারণ সহ ক্লাবের সকল সদস্যবৃন্ধ…।
সৌজন্যেঃ চকরিয়া পিসফুল ইউনাইটেড ক্লাব।