খোলপেটুয়ার নদ নদী থেকে অ,বৈ,ধ পথে বালু তোলা বন্ধরজন্য মানববন্ধন করেন এলাকার সুধীজন সুশীল সমাজ।
হাবিবুল্লাহ বাহার স্টাফ রিপোর্টার
আজ ১৫/৮/২৫ রোজ শুক্রবার বেলা চার ঘটিকায়।
সাতক্ষীরার শ্যামনগরে নওয়াঁবেকী ফেরিঘাট চত্বরে অবৈধ পথে বালু তোলা বন্দর জন্য মানববন্ধন করেন এলাকার সুধীজন ও সুশীল সমাজব্যক্তি।
মানববন্ধনে জি,এম,হাবিবুল্লাহ এর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, নওয়াঁবেকী মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষক হাবিবুর রহমান, নওয়াঁবেকী মহাবিদ্যালয় এর প্রভাষক হারুনার রশিদ,সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী, এনজিও কর্মী রেজাউল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন খোলপেটুয়ার দুই পাশে থাকা ভেড়িবাধ ও বসতবাড়ি প্রতিনিয়ত ভেঙে চলছে অথচ প্রশাসনের কোন ভূমিকা দেখা যায় না। আওয়ামী লীগের সাবেক এমপি জগলুল হায়দারের ব্যক্তিগত সহকারী আব্দুর রহমান বাবু রাতের আঁধারে ২৫ থেকে ৩০টি বডিও কার্গোদিয়ে এসব এলাকার চর থেকে ড্রেসিং করে বালু উত্তোলন করছে।
স্থানীয়রা অভিযোগ করলে তাদের নানাভাবে ভয়-ভীতি এবং হুমকি দিয়ে থাকেন।
স্থানীয়দের অভিযোগ প্রকাশ্য অবৈধভাবে বালু উত্তোলন করলেও প্রশাসনের নেই কোন ভূমিকা নৌ পুলিশ মোটা অংকের অর্থ বাণিজ্য করে বালু তোলার সুযোগ করে দেয়।
উপজেলা নির্বাহী অফিসার এর কাছে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার বলেন নদীপথে অবৈধ দখলদার ও অবৈধ বালু তোলা ব্যবসায়ীদের কে আইনের আওতায় আনার জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমি নিষ্ঠার সাথে মোবাইল কোট পরিচালনা করছে।