অপুদাস ষ্টাফ রিপোর্টার, রাজশাহী:
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে নিজ বাড়িতে তাদের এ মরদেহ গুলো পাওয়া গেছে।মরদেহের পাশ থেকে একটি চিঠি উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন পবা উপজেলার – মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৩), মেয়ে মিথিলা (১৮ মাস)। সকালে ঘুম থেকে উটতে দেরি হওয়ায় বাড়ির অন্য সদস্যরা ডাকলে কোন সাড়াশব্দ না পেলে টিনের ফাঁক দিয়ে দেখে মনিরুলের লাশ ঝুলছে তারপর দরজা ভেঙ্গে দেখে সবাই মৃত অবস্থায় পড়ে আছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, মনিরুল কৃষি কাজ করেন। তার অনেক ঋণ রয়েছে জানতাম। ঋণগ্রস্ত থেকে এমন কান্ড ঘটিয়েছে বলে এলাকাবাসীর ধারণা।