আজ খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে দোয়া কামনা
এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ)
আজ ১৫ আগস্ট, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও আবেগঘন দিন—দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন। এ বিশেষ দিনটিকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ দেশব্যাপী ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। রাজধানী থেকে শুরু করে প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত নানা আয়োজনে সাজিয়ে তোলা হয়েছে উদযাপন কার্যক্রম।সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে অংশ নেবেন দলের সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, যুব ও ছাত্র নেতারা এবং সাধারণ কর্মী-সমর্থকরা। দোয়া মাহফিলে দেশনেত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়বিচার এবং জনগণের অধিকার নিশ্চিতকরণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানানো হবে।এ ছাড়াও বিভিন্ন এলাকায় গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ, শীতবস্ত্র প্রদান, চিকিৎসা সেবা কার্যক্রম এবং অনাথ শিশুদের জন্য বিশেষ ভোজনের আয়োজন করা হবে। রাজধানী ঢাকায় বিএনপির কেন্দ্রীয় উদ্যোগে এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
বিএনপির নেতারা এ দিনটিকে শুধু জন্মদিন উদযাপন হিসেবে নয়, বরং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ ও তা থেকে প্রেরণা নেওয়ার দিন হিসেবে দেখছেন। তারা মনে করেন, খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্রের পুনরুত্থান ঘটেছে, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে।বিভিন্ন বক্তৃতা, আলোচনা সভা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে দলের নেতারা তাঁর সাহসী নেতৃত্ব, ত্যাগ ও দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্তের প্রশংসা করবেন। তারা বলবেন, “দেশনেত্রী শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, যিনি প্রতিকূলতার মধ্যেও নীতির সাথে আপস করেননি।”এভাবে আজকের দিনটি শুধুমাত্র জন্মদিন নয়—এটি হবে বিএনপি ও তাদের সমর্থকদের জন্য ঐক্যের, অনুপ্রেরণার ও গণতান্ত্রিক আন্দোলনে নতুন উদ্যম সঞ্চারের এক বিশেষ উপলক্ষ।